পরীক্ষার প্রস্তুতি নেয়ার পূর্বেই আমরা বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেয়ার চেষ্টা করব। নিচে বার কাউন্সিল এনরালমেন্ট পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস তুলে ধরা হল -
বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা
Wednesday, September 01, 2021
0
***দেওয়ানী কার্যবিধির পরিধি ও প্রয়োগ ; দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা ; দেওয়ানী আদালতের এখতিয়ার ; রেস সাবজুডিস ও রেস জুডিকাটা ; দেওয়ানী মোকদ্দমা দায়ের এবং
পদ্ধতি ; মোকদ্দমার
পক্ষগণ ; প্লিডিংস
এবং প্লিডিংস সংশোধণ ; আরজি
; লিখিত জবাব ; সমন ;
উদঘাটন এবং পরিদর্শণ ;
পক্ষসমূহের উপস্থিতি এবং অনুপস্থিতি ; পক্ষগনের পরীক্ষাকরণ ; স্বীকারোক্তি ; দলিল দাখিল , আটক এবং ফেরৎ ; বিচার্য বিষয় নির্ধারণ এবং
মোকদ্দমা নিষ্পত্তি ; মূলতবি
; মোকদ্দমার শুনানী ও সাক্ষ্যগ্রহন
; হলফনামা ।
***অর্ন্তবর্তীকালীন আদেশ ; রায়ের পূর্বে ক্রোক ; রিসিভার নিয়োগ ; অস্থায়ী নিষেধাজ্ঞা ; কমিশন ;
মোকদ্দমার খরচ ;
বিকল্প বিরোধ নিষ্পত্তি ,
মধ্যস্থতা ;
শালিশ এবং মধ্যস্থতার আপীল।
*** মামলা স্থানান্তর ; সরকার বা সরকারী কর্মকর্তাদের
পক্ষে বা বিপক্ষে মোকদ্দমা দায়ের ; বিদেশী
ব্যক্তি বা শাসক কর্তৃক বা বিপক্ষে মোকদ্দমা দায়ের ;
ট্রাষ্টি ,
নির্বাহী বা প্রশাসক কর্তৃক বা বিপক্ষে মোকদ্দমা
দায়ের ; নাবালক
কর্তৃক বা বিপক্ষে মোকদ্দমা দায়ের ; গন
উৎপাত সম্পর্কিত মোকদ্দমা ; দাতব্য
প্রতিষ্ঠান সম্পর্কিত মোকদ্দমা।
***প্রতিনিধিত্ব মোকদ্দমা ;
ইন্টারপ্লিডার মোকদ্দমা ;
নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা ;
অর্থ সম্পর্কিত মোকদ্দমা ;
দেওয়ানী মোকদ্দমা।
*** মোকদ্দমা প্রত্যাহার এবং মিমাংসা
; পক্ষগণের মৃত্যু ; বিবাহ এবং দেউলিয়া ; সাংবিধানিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত
মোকদ্দমা ; রায়
ও ডিক্রী , ডিক্রী
জারী ; আপীল
; রিভিউ ;
রিভিশণ ; রেফারেন্স
; প্রর্ত্যপন ; আদালতের সহজাত ক্ষমতা।
সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
*** সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর এবং
নামঞ্জুর ; নিবর্তনমূলক
প্রতিকারের প্রকৃতি ; সম্পত্তির
দখল পুনরুদ্ধার ; সুনির্দিষ্ট
চুক্তি সম্পাদন ; দলিল
সংশোধন ; দলিল
বাতিল ; ঘোষণামূলক
মোকদ্দমা ; নিরোধক
প্রতিকার ; সাধারণ
নিষেধাজ্ঞা ; অস্থায়ী
নিষেধাজ্ঞা ও স্থায়ী নিষেধাজ্ঞা ; নিষেধাজ্ঞা
কখন মঞ্জুর করা হয় এবং কখন হয় না ; আদেশমূলক
নিষেধাজ্ঞার নীতিমালা ।
ফৌজদারী কার্যবিধি ১৮৯৮
*** সংগাসমূহ ;
ফৌজদারী আদালতের গঠন এবং ক্ষমতা ; অপরাধ ;
অপরাধের সংবাদ ;
গ্রেফতার ;
পলায়ন ও পুনঃ গ্রেফতার ;
হাজির হইতে বাধ্য করার ব্যবস্থা ; দলিলাদি হাজির করিতে বাধ্য করার
ব্যবস্থা ; শান্তিরক্ষা
ও সদাচরণের মুচলেকা ; গণ
উৎপাত ও আসন্ন বিপদের জরুরী ক্ষেত্রে অস্থায়ী আদেশ ;
স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ ; অপরাধের বিরুদ্ধে প্রতিকার ; পুলিশকে সংবাদ প্রদান এবং
তাহাদের তদন্তের ক্ষমতা ; পুলিশ
ডায়েরী ; পুলিশ
তদন্ত , পুলিশ
প্রতিবেদন ; অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারী আদালতের এখতিয়ার ; ম্যাজিষ্ট্রেটের কার্যক্রম ; ম্যাজিষ্ট্রেট কর্তৃক মামলার
বিচার ; সংক্ষিপ্ত
বিচার ; দায়রা
আদালতের বিচার ; অনুসন্ধান
ও বিচারের ক্ষেত্রে সাধারণ বিধানসমূহ ; আসামীর
অনুপস্থিতিতে বিচার ; রায়
; আপীল ;
রেফারেন্স ;
রিভিশণ ; ১৯৫
ধারার মামলার কার্যক্রম ; পাবলিক
প্রসিকিউটর ; জামিন
; জামিনযোগ্য অপরাধ ; জামিনঅযোগ্য অপরাধ ; আপোষযোগ্য অপরাধ ; আপোষঅযোগ্য অপরাধ ; সাক্ষীর জবানবন্দী গ্রহনের জন্য
কমিশন ; ফৌজদারী
মামলা স্থানান্তর।
*** সংগাসমূহ
; অপরাধের উপাদান ; যৌথ দায় দায়িত্ব নীতি ; প্ররোচনা ; শাস্তির উদ্দেশ্য এবং সীমাবদ্ধতা
; সাধারণ ব্যাতিক্রমসমূহ ; ফৌজদারী দায় হইতে অব্যহতি ; আত্নরক্ষার ব্যাক্তিগত অধিকার ; অপরাধজনক ষড়যন্ত্র ; রাষ্ট্রবিরোধী অপরাধ ; সর্বসাধারণের শান্তি বিরোধী
অপরাধ ; সরকারী
কর্মচারী কর্তৃক বা সম্পর্কিত অপরাধ ; সরকারী
কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতার অবমাননা ; মিথ্যা
সাক্ষ্যদান ; ন্যায়বিচার
বিরোধী অপরাধ ; মুদ্রা
ও সরকারী ষ্ট্যাম্প সম্পর্কিত অপরাধ ; ওজন
ও মাপ সম্পর্কিত অপরাধ ; জনস্বাস্থ্য
; নিরাপত্তা ; সুবিধা ;
শালিনতা এবং নৈতিকতা বিরোধী অপরাধ ; মানবদেহ সম্পর্কিত অপরাধসমূহ ; জীবন সম্পর্কিত অপরাধ ; সম্পদ সম্পর্কিত অপরাধ ; দলিলপত্র ট্রেডমার্ক বা
সম্পত্তির প্রতিক সম্পর্কিত অপরাধ ; বিবাহ
সম্পর্কিত অপরাধ ; অপরাধজনক
ভীতি প্রদর্শণ ; অপরাধ
সংঘটনের উদ্যোগ।
*** সাক্ষ্যের
প্রকারভেদ ; বিচার্য
বিষয় এবং প্রাসঙ্গিকতা ; স্বীকার
ও স্বীকারোক্তি ; যাহাদেরকে
সাক্ষী হিসেবে ডাকা যায় না ; বিশেষ
অবস্থায় প্রদত্ত বিবৃতি ; মৌখিক
সাক্ষ্য ; দালিলিক
সাক্ষ্য , সরকারী
দলিল ও বেসরকারী দলিল ; দলিল
সম্পর্কে অনুমান ; দালিলিক
সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন ; প্রমানের
ভার ; ষ্টোপেল
; সাক্ষী ;
সাক্ষীগণের সাক্ষ্য গ্রহন।
*** তামাদি
আইনের উদ্দেশ্য ; তামাদি
আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ ; তামাদি
আইনে মামলা , আপীল
এবং দরখাস্তের তামাদির সময় ; আইনগত
অক্ষমতা ; তামাদির
সময় গণনা ; তামাদির
সময় বর্ধিতকরণ এবং বিলম্ব মওকুফ ; তামাদির
সময় গণনা স্থগিত ; তামাদি
আইনে প্রতারণা ও স্বীকৃতির প্রভাব / ফলাফল ;
দায় পরিশোধের ফলাফল ;
আইনানুগ কার্যধারার অব্যহতি ; অব্যাহতভাবে চুক্তিভঙ্গ এবং
অন্যায়করণ ; জবরদখল
; সুখাধিকার অর্জন।
*** আইনপেশা এবং সামাজিক দায়দায়িত্ব ; আইনজীবী এবং জনস্বার্থ ; একজন আইনজীবীর স্বচ্ছতা, গোপনীয়তা এবং জবাবদিহিতা ; আইনজীবীর শপথ ; পেশাগত সদাচরণ সম্পর্কিত বিধি
বিধান ; বাংলাদেশ
বার কাউন্সিলের গঠন এবং কার্যাবলী ; বার
কাউন্সিল এবং বার এসোসিয়েশনের মধ্যে পার্থক্য ;
পেশাগত অসদাচরণের বিচার এবং শাস্তির উদ্দেশ্যে
বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইবুনালের গঠন ;
আইনগত সিদ্ধান্ত এবং এই সম্পর্কিত প্রকাশনা।
দ্রষ্টব্যঃ আমার এ
ক্ষুদ্র প্রয়াশ যদি আপনাদের কোন কাজে আসে তাহলেই আমার এ প্রচেষ্টা সার্থক হবে।
আপনাদের মতামত সম্পর্কে আমাকে কমেন্ট করে জানান। ভাল লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবার উজ্জ্বল আগামীর প্রত্যাশায়
রইলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
-
Newer
এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী (FIR)বলতে কি বুঝ? কে ইহা দায়ের করতে পারে? এজাহারের সাক্ষ্যগত মূল্য আলোচনা কর।এজাহার প্রাপ্তির পর তদন্তকারী অফিসার ফৌজদারী কার্যবিধির বিধান অনুযায়ী কি কি পদক্ষেপ গ্রহন করবেন তা আলোচনা কর।এজাহারের বিষয়বস্তু বা বৈশিষ্ট্য আলোচনা কর। এজাহার ও নালিশের মধ্যে পার্থক্য কি? এজাহার দায়েরের কোন সময়গত বাধা আছে কি না?
-
Older
BD Bar council Written Exam-2015 অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০১৫